• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

লকডাউনে বিয়ের অনুষ্ঠান করায় অর্থদণ্ড

  • ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুলাই ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলাকালীন বিয়ের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। সেই নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁও সদর উপজেলায় দুটি বিয়ের আয়োজন করায় তাদেরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিধি-নিষেধ অমান্য করায় ভগীরত ও ইলেকশন নামে দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে ১০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়।

গতকাল শুক্রবার (২ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন এ সাজা দেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

জানা যায়, কঠোর বিধি নিষেধ চলমান অবস্থায় সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা বানিয়াপাড়া গ্রামের ভাগীরথ (৪৫) পিতা মৃত ঘন শ্যাম তার ছেলের জন্য বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিয়ের খাবারের আয়োজন ভেঙে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

একইভাবে দক্ষিণ বটিনা শ্রীখড়ী গ্রামের শ্রী ইলেকশনের (৪৫) পিতা মৃত ধীরেন্দ্র নাথ মেয়ের বিয়ের খাবারের আয়োজন বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার। তাকেও ৫০০০ টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, যে বর ও কনের বিয়ে পূর্বেই সংঘটিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads