• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
মুকসুদপুরে কর্মহীন ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুকসুদপুরে কর্মহীন ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুলাই ২০২১

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যপী  উপজেলার পৌরসভাসহ ১৬ ইউনিয়নের ৫০০ কর্মহীন  পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তার প্যাকেটে ছিলো  চাল, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ জানান, পুরো উপজেলায় ৫০০ কর্মহীন মানুষের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে পাওয়া প্রধানমন্ত্রীর উপহার এই খাদ্য সহায়তা দেয়া হয়। 

তিনি নিজে জলিরপাড় ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে এসব বিতরন করেন। এসময় তার সাথে এসময় জলিরপাড় ইউপি চেয়ারম্যান বিভা মন্ডল, মৎস্য অফিসার দেবদুলাল সাহাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া ইউএনও ননীক্ষীর উজানী ইউনিয়নে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন। অন্যদিকে সহকারী কমিশনার  ভুমি আসমত হোসেন ভুইয়া মহারাজপুর, বাটিকামারী, দিগনগর, রাঘদী ও মোচনা ইউনিয়নে উপস্থিত  থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন।  ইউএনও সাংবাদিকদের আরও জানান তাদের খাদ্য সহায়তা বিতরণ অব্যহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads