• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সেনবাগে ৪৫০ শ্রমিক ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মরহুম আবদুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে

সেনবাগে ৪৫০ শ্রমিক ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুলাই ২০২১

চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৪৫০ জন সিএনজি অটোরিকশা, রিকশা, ট্রলি চালক ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেছে সেনবাগের মরহুম আবদুল হাকিম ভুঁইয়া ফাউন্ডেশন।

মঙ্গলবার বিকেল থেকে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৯টি ওয়াডে ফাউন্ডেশনের পক্ষে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, কাদরা ইউনিয়ন যুবলীগের সভাপতি, কাদরা ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী গিয়াস উদ্দিন ভুঁইয়া। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,পেয়াজ, আলু, তেল, লবণ।

গিয়াস উদ্দিন ভূঁইয়া জানান, গত লকডাউনেও আমি আবদুল হাকিম ভুঁইয়া ফাউন্ডেশনের মাধ্যমে অত্র ইউনিয়নের দুস্থ ও অসহায়দের পাশে ছিলাম বর্তমান লকডাউনেও যারা কর্মহীন ও অসহায় হয়ে গেছেন তাদের পাশে খাদ্য সামগ্রী প্রদান করছি,ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন-আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, কাদরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন, মানিক সহ দলীয় নেতাকর্মীরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads