• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মাদারীপুর পৌরসভার ২১-২২ইং অর্থ বছরে ১১০কোটি ৩৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা

  • মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুলাই ২০২১

মাদারীপুর পৌরসভার ২০২১-২২ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১.৩০ ঘটিকায় পৌরসভা মিলনায়তনে ভার্চুয়াল জুম অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বাজেট ঘোষণা করেন মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ। নতুন কোন কর আরোপ ছাড়াই উন্নয়ন প্রকল্পসহ ১১০ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২শ ৯৬ টাকা ৫ পয়সার বাজেট ঘোষণা করেন মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ মো: ফিরোজ ইলিয়াস, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: মনির হোসেন, মাদারীপুর পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বাজেট ঘোষণাকালে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ জানান, নতুন কোন কর আরোপ না করেই ২০২১-২২ইং অর্থ বছরের আয় ধরা হয়েছে ১১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২শ ৯৬ টাকা ৫ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ১শ ৩ কোটি ৬৩ লক্ষ ৫৫ হাজার ৪শ ২৪ টাকা ৭৯ পয়সা। ছয় কোটি ৭১ লক্ষ ৩০ হাজার ৮শ ৭১ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়।

দলমত নির্বিশেষে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এলাকার উন্নয়নে এই বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads