• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নবীনগরে সাড়া ফেলেছে ‘বিগ বস’

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নবীনগরে সাড়া ফেলেছে ‘বিগ বস’

  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০২১

উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামের দরিদ্র কৃষক ইদন মিয়া। টানাপোড়নের সংসারে একটি গরুকে বড় করে তুলেছেন। গরুটির নাম রেখেছেন ‘বিগ বস’। আগামী ঈদে তিনি গরুটি বিক্রির চিন্তা করেছেন। গরুটির বয়স দুই বছরের বেশি, ওজন প্রায় ১০ মণ, উচ্চতা পাঁচ ফুট ও লম্বায় ৮ ফুট। তিনি এটির দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা। নবীনগরের দক্ষিণাঞ্চলে এতো বড় গরু আগে দেখা যায়নি। প্রতিদিন গরুটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

ইদন মিয়ার স্ত্রী বলেন, নিজেরা না খেলেও গরুটিকে কখনো অনাহারে রাখেননি তারা। আর ইদন মিয়া আশা করেন, কুরবানির বাজারে ভালো দরে বিক্রি হবে তার গরু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads