• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
লকডাউন উপেক্ষা করে পশুর হাট

সংগৃহীত ছবি

সারা দেশ

লকডাউন উপেক্ষা করে পশুর হাট

  • নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই ২০২১

লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে বসানো হয়েছে জেলার ছয় উপজেলায় বিভিন্ন গরুর হাট। গতকাল রোববার বেলা ৩টা পর্যন্ত চলে জেলা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ও জেলার জলঢাকায় ও উপজেলার টেংগনমারীর গরুর হাট। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে এসব হাটে ছিল ক্রেতা বিক্রেতার উপচেপড়া ভিড়। তবে ওইসব হাটে ইজারাদারের জরিমানা করা হয়নি। রাস্তায় ঘুরাঘুরি ও অটোরিকশার যাত্রীসহ মোটরসাইকেলের যাত্রীদের জরিমানা করা হয়। জেলা সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান এ জরিমানা করেন। এতে সহযোগিতা করেন পুলিশ ও সেনা সদস্যরা।

কালিতলা হাটে গিয়ে দেখা যায়, সকাল ৮টা থেকে গরু নিয়ে ওই হাটে আসতে শুরু করে বিক্রেতারা। পাশপাশি ক্রেতার ঢলও ছিল দেখার মতো। হাটে আসা বেশিরভাগ মানুষের মুখে ছিল না মাস্ক ও ছিল না শারীরিক দূরত্বেরও বালাই। এছাড়া গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ডোমার উপজেলায় আমবাড়ী পশুর হাট। গত শনিবার অনুষ্ঠিত হয়েছে জলঢাকা উপজেলার মীরগঞ্জ হাট। এসব হাটে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না।

কালিতলা হাটের ইজারাদার মাহবুল ইসলাম বলেন, আমরা কাগজ পেয়েছি ডিসি অফিস থেকে। সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছে হাট বসানোর ক্ষেত্রে। আমরা সেগুলো মেনে হাট বসিয়েছি।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে হাট বসেছে এটা কিছুক্ষণ আগে খবর পেয়েছি। এখনই হাট ভেঙে দেওয়া হবে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

খবর নিয়ে জানা গেছে, ওই হাট বেলা তিনটা পর্যন্ত চলে। ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইজারাদারকে নিষেধ করা হয়েছে। এরপরও হাট বসার সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, কঠোর লকডাউনে কোথাও গরুর হাট বসানো যাবে না। এরপরও কোথাও গরুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। মোবাইল কোর্টের মধ্যে তাদের জরিমানা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads