• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কলাপাড়ায় কোষ্টগার্ডের অভিযানে তিন ট্রলারসহ ২৫ জেলে আটক

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২১

পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর মোহনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে তিনটি ট্রলারসহ ২৫ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড।

আজ শুক্রবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের টহল টিম তাদের আটক করে।

কোষ্টগার্ড নিজামপুর ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার হরি প্রসাদ সিংহ জানান, তিনটি ট্রলার, ১০ বেহুন্দী জাল ও মাছ ধরার সরঞ্জামাদিসহ ২৫ জেলেকে আটক করে কোষ্টগার্ড ক্যাম্পে নিয়ে আসা হয় এবং কলাপাড়া মৎস্য বিভাগকে অবহিত করা হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অভিযোগে সামুদ্রিক মৎস্য আইনে আটক তিন ট্রলারের মালিক আনোয়ার হোসেন, রাসেল ও সোহরাবকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং আটক জেলেদের ছেড়ে দেয়া হয়েছে। অবরোধ চলাকালীন প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads