• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
মধ্যরাতেও উন্নয়ন কাজ নিয়ে ব্যস্ত চেয়ারম্যান তোফাজ্জল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মধ্যরাতেও উন্নয়ন কাজ নিয়ে ব্যস্ত চেয়ারম্যান তোফাজ্জল

  • রেজাউল করিম সোহাগ, শ্রীপুর
  • প্রকাশিত ১৭ জুলাই ২০২১

রাত ১২টা বেজেছে বেশ আগে। ঘড়ির ঘণ্টার কাঁটা হেলে পড়েছে নিচের দিকে। এমনি মধ্যরাতে শ্রমিকদের কাজের খোঁজ নিতে তাদের সঙ্গে রয়েছেন ইউপি চেয়ারম্যান। এতে শ্রমিকরাও কাজে উদ্দীপনা পায় দারুন। কাজ করা শ্রমিকদের উৎসাহ বাড়াতে মাঝে মধ্যেই নানা রসিকতা করেন চেয়ারম্যান। একটু কাজের ফাঁকে চা বিস্কুটসহ নানান খাবার খাচ্ছেন। এতে শ্রমিকরা কাজে দারুণ গতি পায় । কোরবানি ঈদকে সামনে রেখে বাজারের ড্রেন,বাজার ব্যবস্থাসহ নানা উন্নয়নের কাজে দিন রাত শ্রমিকদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন সরকার।দিনে পরিষদে আসা প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করে রাতে ব্যস্ত থাকেন শ্রমিকদের নিয়ে নানা উন্নয়ন কর্মকাণ্ড দেখ ভালে। শুক্রবার মধ্য রাতে গিয়ে দেখা গেছে বরমী বাজারের পল্টন মোড়ে উন্নয়ন কাজের তদারকি করছেন তিনি।

বরমী বাজারের ব্যবসায়িরা জানান, ঈদকে সামনে রেখে নানা উন্নয়ন কাজ করা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে। বাজারের ময়লা ব্যবস্থাপনা। ড্রেনেজ পরিস্কার ও সংস্কার। গরুর হাটের উন্নয়ন। বাজারের ভিতর দিয়ে চলা ছোট সড়কের কাজ করা হচ্ছে। প্রায় সব কাজেই চেয়ারম্যান সাহেব নিজে তদারকি করেন। দিনের বেলা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে পরিষদে সেবা নিতে আসা প্রান্তিক মানুষের যাবতীয় সেবা নিশ্চিত করেন। পরে রাতে থাকেন শ্রমিকদের কাজের সঙ্গে। অনেক সময় শ্রমিকদের কাজে উৎসাহ বাড়াতে অনেক রাত অবদি তাঁদের সঙ্গে থেকে কাজের দেখভাল করেন। এতে শ্রমিকরাও উজ্জীবিত হয়ে কাজের গতি বাড়ান। প্রয়োজনে চা বিস্কুটসহ নানা রকম খাবার দিয়েও তাঁদের সঙ্গে থেকে কাজ আদায় করেন। তারা বলেন অল্পদিনেই সাধারণ মানুষের মন জয় করতে পেরেছেন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। শুধু বাজারঘাট নয় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নেও তিনি সব সদস্যদের নিয়ে কাজ করে যাচ্ছেন নিয়মিত । 

বরমী বাজারের ওষুধ ব্যবসায়ী মো. শিমুল আহম্মেদ জানান, তিনি প্রায় সময় শ্রমিকদের সঙ্গে থেকে কাজের নজরদারি করেন। অনেক সময় মধ্যরাত অবদি থাকেন শ্রমিকদের সঙ্গে। তিনি আরো বলেন, তার বাবাও ছিলেন খুবই জনবান্ধব জনপ্রতিনিধি। তার বাবা প্রয়াত চেয়ারম্যান হাবিবুর রহমান সরকারও খুব জনপ্রিয়  মানুষ ছিলেন। এখনো তাঁকে মানুষ সম্মানের সঙ্গে মনে রেখেছেন।তিনিও তাঁর বাবার মতো জনসেবা করতেই পছন্দ করেন। যখন তখন যে কেউ তাঁর কাছে সেবার জন্য বিনা বাঁধাতে যেতে পারেন ঘর পর্যন্ত। 

রাতের শ্রমিকরা বলেন, চেয়ারম্যান সাব খুবই আমুদি মানুষ। সময় পেলেই আমাদের সঙ্গে কাজে যোগ দেন।  খোঁজ রাখেন নিয়মিত। রাতেও আমাদের সঙ্গে থেকে কাজের তদারকি করেন। যত রাতই হোক আমাদের সহযোগিতা করেন। এতে আমাদের কাজে আলাদা আনন্দ যোগ করে তাঁর রশিকতাসহ সহযোগী মনোভাব। তিনি শ্রমিক বান্ধব মানুষ। 

ভিটিপাড়া গ্রামের বাসিন্দা আবু তালেব কাঁইয়া জানান, তার বাবও খুব জনপ্রিয় ও সৎ চেয়ারম্যান হিসাবে মানুষের কাছে স্মরণীয়।  তিনিও দারুন কাজ করছে। যে কেউ ধনী গরিব সবাই তাঁর কাছে সহজেই সেবা পেতে পারেন। মানুষ ডাকলে দ্রুত সারা দেন মানুষের বিপদ আপদে। সাধারন মানুষ এমন জন প্রতিনিধির জন্যই অপেক্ষায় থাকেন।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন সরকার বলেন, মানুষের সেবা আর উন্নয়ন কর্ম দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আমার বাবাও মানুষের সেবা করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি বলে সরকারে যাবতীয় উপহার সাধারন মানুষের মাঝে সমহারে বন্টন করেছি। আমাদের সকল সদস্যদের বলেছি যেন কোনো মানুষ সেবা থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে। আমাদের ইউনিয়নের সবাই যখন তখন আমার কাছে আসতে পারে তাদের দাবি নিয়ে। তাঁদের জন্য সর্বদায় আমার দরজা খোলা থাকে। তিনি আরো বলেন সেবা আর কর্ম নিয়েই মানুষের পাশে থাকতে চাই শেষ দিন পর্যন্ত। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads