• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

১০ দফা দাবিসহ এ্যামোনিয়া গ্যাস বন্ধের দাবিতে মানববন্ধন

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা হতে নির্গত এ্যামোনিয়া গ্যাসের দূষণ প্রতিরোধ ও বন্ধের জন্য বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগি এলাকাবাসি।

আজ (বৃহস্পতিবার) সকালে তারাকান্দি রেলওয়ে স্টেশন এলাকার যমুনা সার কারখানা সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সুরুজ্জামানের সভাপতিত্বে যমুনা সার কারখানার এম্যোনিয়া গ্যাসের দুষণে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এটি বন্ধের কার্যত ব্যবস্থা গ্রহনের পরিপেক্ষিতে নিন্মোক্ত দাবি জানান বক্তরা-

* অ্যামোনিয়া দূষণ অবিলম্বে বন্ধ করতে হবে, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মচারীদের পদচ্যুত করতে হবে।

* যতদিন পর্যন্ত অ্যামোনিয়া দূষণ বন্ধ না হয় ততদিন পর্যন্ত দূষণের শিকার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

* জনপ্রতিনিধিদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

* শিল্প, কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।

* ক্ষতিগ্রস্ত পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে, 

* ক্ষয়-ক্ষতি বিষয়ে সংবাদকর্মীদের সংবাদ প্রকাশ/প্রচার করার স্বার্থে প্রয়োজনীয় তথ্য প্রদান  করতে হবে, 

* সার কারখানা কর্তৃপক্ষ কর্তৃক কারখানার চারপাশে যথেষ্টসংখ্যক বৃক্ষ রোপণ করতে হবে।

* ই.টি.পি. স্থাপন করতে হবে ও তরল বর্জ্য নিষ্কাসনের ব্যবস্থা করতে হবে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ নটেরডেম কলেজের শিক্ষক জাহিদুল ইসলাম মনির, হবিগঞ্জ প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জাহিদুর রহমান, বাংলাদেশ রেলওয়ের সহকারি কর্মকর্তা মাকসুদুর রহমান রাসেল, সেচ্ছাসেবি সংগঠন ইয়ং পাউয়ার ডেভেলপমেন্ট ক্লাব এর সভাপতি সোয়াইফ সোহাগ, সম্পাদক মন্জুরুল হাসানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ বিষয়ে যমুনা সার কারখানার মহা ব্যাবস্থাপক প্রশাসন মঈনুল হক জানান, এ বিষয়টি ইতিমধ্যে হেডঅফিস থেকে পরিদর্শন করেগেছে। আর হুট করে এলাকাবাসি আবার মানববন্ধন করেছে সেটাতো আমরা জানি না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads