• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০২১

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১০জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩জন এবং উপসর্গে ৭জন মারা গেছেন। গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া ৩জন হলেন- ধুনটের হুমায়ুন কবীর(৪৮), সদরের আকতারুজ্জামান(৭০) এবং কাহালু চাঁন মিয়া (৭৫)।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় শজিমেকের পিসিআর ল্যাবে ৯৪ নমুনায় নতুন করে আরও ৩৭জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৯ দশমিক ৩৬শতাংশ। এদের মধ্যে সদরের ২৭, গাবতলীতে ৫, শিবগঞ্জে ৪ এবং নন্দীগ্রামে একজন। এছাড়া একই সময়ে ১৪৪জন সুস্থ হয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সাজ্জাদ-উল-হক আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

ডা. সাজ্জাদ জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪জন এবং ৫২৬জন মারা গেছে। এছাড়া জেলায় ২ হাজার ৪জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads