• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
ভারত ফেরত যাত্রীদের ঈদের দিনে কেউ খোঁজ নেয়নি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ভারত ফেরত যাত্রীদের ঈদের দিনে কেউ খোঁজ নেয়নি

  • মোঃ লুৎফর রহমান, হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুলাই ২০২১

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের ঈদ দিন কাটালো আবাসিক হোটেলে। ঈদের দিন তাদের কেউ কোন খোঁজ খবর রাখেনি, এমনকি তাদের প্রশাসন ও জনপ্রতিনিধির পক্ষ থেকেও কোন খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়নি। তারা শুকনো খাবার খেয়ে আবাসিক হোটেলের চার দেয়ালের মাঝে ঈদের দিন কাটালেন ।

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকার পর ভারতে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদের দেশের অভ্যন্তরে আগমনে অনুমতি দেয় সরকার । গত ১৯ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এ পর্যন্ত ৩৩৭ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে দেশে প্রবেশ করেন। এদেরকে নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক হুম কোয়ারেনটাইনে বাধ্যতামুলক রাখা হয় । এদের মধ্যে ৩১৩ জন ১৪ দিন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেনটাইন শেষে নিজ বাড়িতে ফিরে যান। ২৪ জন এখনও হিলির বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেনটাইনে আটকা রয়েছেন।

ঈদের দিনে সবাই পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করলেও তারা নিজ দেশে ফিরেও রয়েছেন চার দেয়ালে বন্দি। ঈদের দিন তাদের ভাগ্যে জোটেনি কোন উন্নত মানের খাবার । তারা ১৪ দিন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেনটাইন শেষ হওয়ার প্রহর গুণছে। তাদের আক্ষেপ সরকার জেলখানা, হাসপাতাল, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে ঈদের দিন উন্নত মানের খাবার পরিবেশন করলেও তাদের ভাগ্যে কোনো উন্নত মানের খাবার জোটেনি। প্রশাসনের লোকজন সহ স্থানীয় জন প্রতিনিধি কেউ ভুল করেও তাদের খোজ খবর নেয়নি।

মিজানুর রহমানসহ ভুক্তভোগী যাত্রীরা জানান, তারা ভারত থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে আসার পর আবার দেশে প্রবেশের সাথে সাথে এনটিজেন টেস্ট করেছেন সেখানেও নেগেটিভ রিপোর্ট এসেছে। এরপরেও উপজেলা প্রশাসন তাদেরকে বাধ্যতামূলক নিজ খরচে আবাসিক হোটেলে হোম কোয়ারেনটাইনে রেখেছেন। আমাদের বেলায় যতো কঠোর বিধি নিষেধ। আমরা কেমন আছি কেউ খোঁজ খবর নিচ্ছেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান জানান, এ পর্যন্ত ৩৩৭ জন ভারত থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে প্রবেশ করেন তাদের মধ্যে ফের করোনা টেস্ট করে ১৩ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

 

উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম জানান, এ পর্যন্ত ৩৩৭ জন ভারত থেকে দেশে এসেছে, তাদের মধ্যে ৩১৩ জন ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হুম কোয়ারেনটাইন শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন। আর বাকি ২৪ জন প্রাতিষ্ঠানিক হুম কোয়ারেনটাইনে আছে। এদের খোজ খবর ও দেখভাল করার জন্য একজন কমকর্তার নেতৃত্বে একটি টিম রয়েছে। তারাই বিষয়টি দেখভাল করছেন।ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ঈদের দিন কেউ খোঁজ নেয়নি

 

 

মোহাম্মদ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি”

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের ঈদ দিন কাটালো আবাসিক হোটেলে। ঈদের দিন তাদের কেউ কোন খোঁজ খবর রাখেনি, এমনকি তাদের প্রশাসন ও জনপ্রতিনিধির পক্ষ থেকেও কোন খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়নি। তারা শুকনো খাবার খেয়ে আবাসিক হোটেলের চার দেয়ালের মাঝে ঈদের দিন কাটালেন ।

 

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকার পর ভারতে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদের দেশের অভ্যন্তরে আগমনে অনুমতি দেয় সরকার । গত ১৯ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে এ পযন্ত ৩৩৭ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে দেশে প্রবেশ করেন। এদেরকে নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক হুম কোয়ারেনটাইনে বাধ্যতামুলক রাখার হয় । এদের মধ্যে ৩১৩ জন ১৪ দিন প্রাতিষ্ঠানিক হুম কোয়ারেনটাইন শেষে নিজ বাড়িতে ফিরে যান। ২৪ জন এখনও হিলির বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক হুম কোয়ারেনটাইনে আটকা রয়েছেন।

 

ঈদের দিনে সবাই পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করলেও তারা নিজ দেশে ফিরেও রয়েছেন চার দেয়ালে বন্ধি। ঈদের দিন তাদের ভাগ্যে জোটেনি কোন উন্নত মানের খাবার । তারা ১৪ দিন প্রাতিষ্ঠানিক হুম কোয়ারেনটাইন শেষ হওয়ার প্রহোর গুনছে। তাদের আক্ষেপ সরকার জেলখানা, হাসপাতাল, মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে ঈদের দিন উন্নত মানের খাবার পরিবেশন করলেও তাদের ভাগ্যে কোন উন্নত মানের খাবার জোটেনি। প্রশাসনের লোকজন সহ স্থানীয় জন প্রতিনিধি কেউ ভুল করেও তাদের খোজ খবর নেয়নি।

 

মিজানুর রহমানসহ ভুক্তভুগি পাসপোট যাত্রীরা জানান, তারা ভারত থেকে করোনা টেষ্ট নেগেটিভ রিপোট নিয়ে দেশে আসার পর আবার দেশে প্রবেশের সাথে সাথে এনটিজেন টেষ্ট করেছেন সেখানেও নেগেটিভ রিপোর্ট এসেছে। এরপরেও উপজেলা প্রশাসন তাদেরকে বাধ্যতামুলক নিজ খরচে আবাসিক হোটেলে হোম কোয়ারেনটাইনে রেখেছেন। আমাদের বেলায় যতো কঠোর বিধি নিষেধ। আমরা কেমন আছি কেউ খোঁজ খবর নিচ্ছেন না।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান জানান, এ পর্যন্ত ৩৩৭ জন ভারত থেকে করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে প্রবেশ করেন তাদের মধ্যে পুর্নরায় করোনা টেষ্ট করে ১৩ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

 

উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম জানান, এ পর্যন্ত ৩৩৭ জন ভারত থেকে দেশে এসেছে, তাদের মধ্যে ৩১৩ জন ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হুম কোয়ারেনটাইন শেষে নিজ বাড়িতে ফিরে গেছেন। আর বাকি ২৪ জন প্রাতিষ্ঠানিক হুম কোয়ারেনটাইনে আছে। এদের খোজ খবর ও দেখভাল করার জন্য একজন কমকর্তার নেতৃত্বে একটি টিম রয়েছে। তারাই বিষয়টি দেখভাল করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads