• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মায়ের কবর জিয়ারত করা হলো না মঈনুলের

  • রাহাত মামুন, চট্টগ্রাম সংবাদদাতা
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২১

সড়ক দুর্ঘটনায় মঈনুল ইসলাম (৩০) নামে রাঙ্গুনিয়ার এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের কাটাখালি এলাকার নুরুল ইসলামের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মঈনুল ইসলামের বাড়ি রাঙ্গুনিয়ায় হলেও তিনি থাকতেন শহরের শুলকবহর এলাকায়। কোরবানির দিন শুলকবহরের বাসা থেকে মায়ের কবর জেয়ারতের উদ্দেশ্যে রাঙ্গুনিয়া আসার পথে মদুনাঘাট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

এদিকে, দুপুরের পর থেকে তাকে মোবাইল ফোনে পাওয়া না গেলে সন্ধ্যার দিকে থানায় জিডি করতে গেলে জানা যায় মদুনাঘাটে সড়ক দুর্ঘটনার বিষয়টি। পরে খবর নিয়ে জানা যায় এই দুর্ঘটনায় মঈনুল ইসলাম মারা যান।

মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, “বুধবার দুপুর ১টার দিকে মদুনাঘাট এলাকায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করলে দুপুর তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহতের ছোট ভাই ইমাম আজম ফাহিম জানান, তার বড় ভাই শুলকবহর এলাকায় মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর একটি দোকান চালাতেন। সেই সুবাদে শহরের বাসায় পরিবার নিয়ে থাকতেন। তারা ২ ভাই ও ১ বোন ছিলেন। এছাড়া তার স্ত্রী, ৫ ও ২ বছর এবং ৮ মাস বয়সী তিন ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads