• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
ঈদে 'দুধের স্বাদ ঘোলে মেটালেন' ভ্রমণপ্রিয় মানুষ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঈদে 'দুধের স্বাদ ঘোলে মেটালেন' ভ্রমণপ্রিয় মানুষ

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের কারণে এবারেও বন্ধ রয়েছে ভোলার বিনোদন কেন্দ্র। এমন পরিস্থিতিতেও নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে পর্যটন কেন্দ্রের বিকল্প হিসেবে বেছে নিয়েছেন ভোলার খেয়াঘাট ব্রিজ ও মেঘনা পাড়ে ব্লক বাঁধ।

ঈদের দিন ও বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেঘনার পাড় ও খেয়াঘাট ব্রীজে শত শত মানুষ ভিড় জমায়। নানা বয়সের নারী পুরুষ রঙিন পোশাক পরে  বিনোদনের আশায় ছুটে এসেছিলেন। আড্ডার পাশাপাশি অনেকে সেলফি তুলেছেন প্রিয়জনের সঙ্গে। এখানে চটপটি-ফুচকার পসরা সাজিয়ে বসা হকারদের ঘিরেও চলেছে আড্ডা। পর্যটন কেন্দ্রের বদলে ব্রীজে এসে ভ্রমণপ্রিয় মানুষগুলো অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন। তবে এদের বেশীরভাগই মানছেনা স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব।

ব্রীজে ঘুরতে আসা শিক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, এক সময় ঈদে দিনগুলোতে পরিবার পরিজন নিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে কুশল বিনিময় করতে বের হতাম । করোনার কারণে দুই বছর ধরে তা হচ্ছে না। কিন্তু ঈদে একেবারে ঘরে বসে কাটাতে ভালো লাগে না। তাই পরিবার নিয়ে একটু আনন্দের জন্য ঘুরতে বের হওয়া।

ঘুরতে আসা ব্যবসায়ী দিন মাহামুদ বলেন, করোনার জন্য বাচ্চারা দীর্ঘদিন ঘরে থেকে নাভিশ্বাস হয়ে উঠেছে। তাই সবাইকে নিয়ে ব্রীজে এসেছি।

অপরদিকে ইলিশা ফেরিঘাট ও ব্লকবাধ এলাকায় দুর-দুরান্ত থেকে আসা মানুষেরর ঢল নামে। কেউ কেউ আবার পরিবার পরিজন নিয়ে নদীর উত্তাল ঢেউ আর প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করেন। কেউ ছবি তুলছেন। আবার পরিবার-পরিজন আর বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডায় মেতে উঠছেন কেউ কেউ। তবে করোনা সংক্রামন এড়াতে কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও অনেকেই আবার তা মানছেন না, কারো মুখে আবার নেই মাস্ক। তবে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এমন দাবী সচেতন মানুষের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads