• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
বগুড়ায় করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বগুড়ায় করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২১

বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে আরো ১৫জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গে ১৪জন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবারসকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার তিনটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া ব্যক্তি আকরাম হোসেন (৬৬)। তিনি শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় দুইটি পিসিআর ল্যাবে ২১৫ নমুনায় নতুন করে আরো ৮৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ১৮৮ নমুনায় ৬৯ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭ নমুনায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৯ দশমিক ০৬ শতাংশ। এদের মধ্যে সদরের ৬০, দুপচাঁচিয়ায় ৮, ধুনটে ৬, সোনাতলায় ৩, আদমদীঘি ২, কাহালুতে ২, শিবগঞ্জ, শেরপুর ও নন্দীগ্রামে একজন করে। এছাড়া একই সময়ে ১৮২ জন সুস্থ হয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সাজ্জাদ-উল-হক আজ শুক্রবার বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

ডা. সাজ্জাদ আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৮৬ জন এবং ৫২৭ জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৯৫ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads