• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
গরীব-দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করলো ওব্যাট

সংগৃহীত ছবি

সারা দেশ

গরীব-দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করলো ওব্যাট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২১

ঈদুল আজহা উপলক্ষে ওব্যাট হেল্পার্স বাংলাদেশের উদ্যেগে এবং ওব্যাট থিং ট্যাংক সেচ্ছাসেবীদের সহযোগীতায় রাজধানীর মিরপুর ও মোহাম্মাদপুরে ২ হাজার ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হলো কুরবানীর  মাংস। এর মধ্যে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মাদপুরে ১৩০০ ও ঈদের প্রথম দিন বুধবার মিরপুরে ১০০০ অসহায় পরিবাররের মাঝে বিতরণ করা হয় মাংস ।

এ সময় উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো.রাজুসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. রাজু জানান, প্রতি বছরের ন্যায় এবারো ওব্যাটের পক্ষ থেকে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। এ বছর ২১ টি গরু ও ১১ টি ছাগল কোরবানি করা হয়।

ওব্যাটের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads