• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
তিন দিনে ১৫০০ পরিবারে মেজবানী পরিবেশন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

তিন দিনে ১৫০০ পরিবারে মেজবানী পরিবেশন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২১

ঈদের দিন থেকে শুরু করে গতকাল শুক্রবার পযর্ন্ত তিন দিনে ১৫০০ পরিবারের মাঝে মেজবানী পরিবেশন করেছে হেরার পথে ফাউন্ডেশন এবং ইমাম ফাউন্ডেশন।

ঈদুল আযহার মেজবানী কার্যক্রমের ১ম দিনে মানিকগঞ্জ ও ঢাকার ১২টি পয়েন্টে ১২৫ টি পরিবার এবং ৩০০ জনের মাঝে পাঁচ শতাধিক প্যাকেট ঈদের মেজবানি গোশত-পোলাও রান্না করা খাবার এবং আড়াই মন গোশত বিতরণ করা হয়।
ঢাকার মোহাম্মদপুরে বসিলাতে অটিজমদের পরিবার, রায়ের বাজার এলাকায় ২ টি স্থানে হিজরা সম্প্রদায়, আগারগাঁও কলোনি, শেওড়াপাড়া, মিরপুর আহমদ নগর, মিরপুর ১৩, কামরাঙ্গির চর, মিরপুর-১, মিরপুর ২ এলাকায় গরিব, দুঃখী, দুস্থ, অসহায় পরিবারের লোকজনের হাতে খাবারের প্যাকেট ও গোশত পৌঁছে দেওয়া হয়।

ঈদের দ্বিতীয় দিনে ৪০০ এর মত গরিব, দুঃখী, দুস্থ, অসহায় পরিবারের লোকজনের হাতে ঈদের মেজবানি গোশত-পোলাও রান্না করা খাবার বিতরণ করা হয়। সব সব মিলিয়ে তিন দিনে ১৫০০ পরিবারে মেজবানী পরিবেশন করে এই দুই ফাউন্ডেশন।

ইমাম ফাউন্ডেশন ও হেরার পথে ফাউন্ডেশনের চেয়ারম্যান, মহাসচিব ও পরিচালকদের কর্ম তৎপরতায় এবং বহু হৃদয়বান আর্থিক সহায়হতা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads