• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
'কঠোর' লকডাউনে ফাঁকা চাঁদপুরের সড়ক

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

রাস্তায় বিনাপ্রয়োজনে বেড়েছে মানুষের আনা-গোনা

'কঠোর' লকডাউনে ফাঁকা চাঁদপুরের সড়ক

  • মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই ২০২১

বিধি-নিষেধের কঠোর লকডাউনের তৃতীয় দিনে ভোর থেকেই শহর ও আঞ্চলিক সড়কগুলো ফাঁকা রয়েছে। রিকশা ছাড়া অন্য কোনো বাহন চলাচল করছে না। বিপণীবিতানগুলো বন্ধ রয়েছে। লঞ্চঘাট, রেল স্টেশনগুলো রয়েছে ফাঁকা। বাসস্ট্যান্ডেও নিরিবিলি পরিবেশ।

রোববার সকাল ১১টায় শহরের ওয়ারলেছ মোড়, চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক, শহরের বাস স্ট্যান্ড, স্টেডিয়াম রোড, মিশন রোড, বঙ্গবন্ধু সড়ক, কালিবাড়ী শপথ চত্বর, নতুন বাজার, পালবাজার গেট ও লঞ্চঘাট সড়ক ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।

এ ছাড়াও জেলার ব্যস্ততম ব্যবসায়িক কেন্দ্র হাজীগঞ্জেও নেই যান চলাচল। তবে হাজীগঞ্জে রাস্তা-ঘাটে মানুষের আনা-গোনা বেড়েছে। হাজীগঞ্জ পশ্চিম বাজারে গত ২ দিনের চেয়েও রবিবার পুলিশ ছিল মারমুখী অবস্থানে। যেসব রিক্সা ও অটোরিক্সা বিনা প্রয়োজনে বাজারে ঢুকছে সেসব গাড়ী আটক করছে।

শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। সড়কে কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। কাঁচা বাজারগুলোতে চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিউকিটিভ ম্যাজিস্ট্রেটরা মাইকিং করে লোকজনকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সতর্ক করছেন। প্রশাসনের লোকজনকে বিধি নিষেধ বাস্তবায়নে সহযোগিতা করছেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ।

গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর হাসপাতালে করোনা ইউনিটে ৭জন করোনা রোগী মৃত্যুবরণ করেছে। এ ছাড়াও জেলার ৮ উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে ১৫৮জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads