• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সেনবাগে সাংবাদিকদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী বিতরন

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২১

করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীর সেনবাগে সাংবাদিকদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী ৩ স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য, সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সেনবাগ পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম বাবু।

আজ সোমবার সকালে সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দিয়ে ওই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

পর্যায়ক্রমে তিনি জনপ্রতিনিধি, চাকরিজীবি, ব্যবসায়ী সহ সুশিল সমাজের ৫হাজার লোকজনের মাঝে ওই সুরক্ষা সামগ্রী বিতরণ করবেন।

করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে সেনবাগ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত উল্লার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-নোয়াখালী জেলা পরিষদ সদস্য ও সেনবাগ পৌরসভার নৌকা মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম বাবু ।

তিনি জানান করোনার প্রথমদিকে সর্বসাধারণের মাঝে তিনি ২০ হাজার মাস্ক বিতরণ করেছেন, এরপর তিনি উপজেলা ও থানা প্রশাসনের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণ করেন। বর্তমানে করোনার প্রাদুর্ভাব আবার বেড়ে যাওয়ায় তিনি জেলা পরিষদ পক্ষ থেকে ৩ লেয়ার বিশিষ্ট ৫ হাজার কাপড়ের মাস্ক ও ব্যক্তিগত প্রচেষ্টায় ২ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার উদ্যোগ নেন। যা তিনি আজ সাংবাদিকদের মাঝে বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করলেন। পর্যায়ক্রমে তিনি মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজারগুলো চাকুরীজীবি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও করোনা যোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads