• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
শীতলক্ষ্যায় নৌ-পুলিশের উপর হামলা প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শীতলক্ষ্যায় নৌ-পুলিশের উপর হামলা প্রধান আসামি গ্রেপ্তার

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২১

শীতলক্ষ্যা নদীর তীরে ডেমরা নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আকবর বাদশাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। র‌্যাবের মিডিয়া অফিসার উপ-পরিচালক লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গত রোববার দুপুরে তারাব পৌরসভার বাঁশপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকবর বাদশা তারাব পৌরসভার বাঁশপট্টি এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেন ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: মিন্টু মোল্লা।

র‌্যাব জানায়, চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে ডেমরার নৌ-পুলিশ শীতলক্ষ্যা নদীতে অপরাধ দমনে সরকারি কর্তব্য পালন করার জন্য টহল দিচ্ছিল। এসময় আকবর বাদশাহসহ অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ হয়ে টহল পুলিশের উপর হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ ও এসআই রহমত মিয়াকে হত্যার উদ্দেশ্যে ধাঁরালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

এ ঘটনায় ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে আকবর বাদশাকে প্রধান করে ৯ জনের নাম উল্লেখ ও ৩০ /৪০ জনকে অজ্ঞাত আসামি দিয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এর পর থেকেই আকবর পলাতক ছিল। গোয়েন্দা নজরদারী ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads