• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
টাঙ্গাইলে লকডাউনের চতুর্থ দিনেও রাস্তায় মানুষের অবাধ চলাচল

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

টাঙ্গাইলে লকডাউনের চতুর্থ দিনেও রাস্তায় মানুষের অবাধ চলাচল

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২১

টাঙ্গাইলে লকডাউনের চতুর্থ দিন সোমবার (২৬ জুলাই) রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। সরকারের বিধি নিষেধ তোয়াক্কা না করেই অবাধে চলছে সাধারণ মানুষ। এছাড়াও রাস্তায় প্রাইভেটকার, মোটর সাইকেল, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বেড়েছে। শহরের বিভিন্ন এলাকার বাজার গুলোতে কেউ মানছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। জেলার বিভিন্ন পয়েন্ট ৫৪টি চেক পোস্ট বসানো হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন সময় পথচারিদের গুনতে হচ্ছে জরিমানাও।

তবে সাধারণ মানুষ পুলিশী চেকপোস্টে জেরার মুখে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখলেই পথচারিরা বিভিন্ন অলি গলিতে ঢুকে যাচ্ছে এবং তারা স্থান ত্যাগ করলেই আবার রাস্তায় নেমে আসছে মানুষ।

ছোট ছোট যানবাহন কোন না কোন অজুহাতে রাস্তায় চলাচল করছে।

এদিকে জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে উপজেলা সদর এবং পৌর এলাকা ছাড়া বিভিন্ন এলাকার হাট বাজারে দোকানপাট স্বাভাবিক ভাবেই চলছে। সেখানে লকডাউন উপেক্ষিত।

টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় লকডাউন মেনে চলতে জনসাধারণকে বিভিন্ন পন্থায় সচেতন করার চেস্টা চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালণে চেষ্টা করে যাচ্ছে।

এদিকে জেলা প্রশাসক নিজে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সুপার,প্রেসক্লাবের সভাপতিসহ দায়িত্ব পালনরত কর্মকর্তাদের তদারকি করতে দেখা গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads