• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
ধান ক্ষেতে বজ্রপাত, প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি

সারা দেশ

ধান ক্ষেতে বজ্রপাত, প্রাণ গেল কৃষকের

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশিত ০২ আগস্ট ২০২১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী হরিপুর গ্রামের ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আবু সুলতান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক আবু সুলতান হরিপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

সোমবার দুপুর আড়াইটার দিকে বাড়ির এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, সোমবার দুপুরে আবু সুলতান বাড়ির পার্শ্ববর্তী পাঠানগাড়ি মাঠে নিজের ধানের জমিতে আগাছা পরিষ্কার করতে যায়।

এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জমিতে কর্মরত অবস্থায় আহত হয় সে। ওই মাঠে কাজ করা লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বজ্রপাতে আবু সুলতানের মৃত্যুর ঘটনা শুনেছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads