• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

আখাউড়ায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ১শ পরিবার

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলমান পরিস্থিতিতে অসহায় দরিদ্র কর্মহীন ১শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (২ আগস্ট) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতির কারণে সারা দেশের ন্যায় আখাউড়ায় কঠোর লকডাউন চলায় অসহায় কর্মহীন লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ওইসব সামগ্রী পেয়ে অসহায় দরিদ্র কর্মহীন লোকেরা সবাই খুশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন চলমান পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র কর্মহীন ১শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হতে বলা হয়। চলমান পরিস্থিতিতে এলাকার অসহায় দরিদ্র কর্মহীন লোকজনের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads