• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
পালরদী নদী থেকে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পালরদী নদী থেকে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১০ আগস্ট ২০২১

বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদী থেকে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সুজন ফকির নামের একজনকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি দুইটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। সুজন উপজেলার বড় কসবা গ্রামের সামসুল হকের ছেলে।

মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বাউরগাতী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলনের সাতে জড়িত সুজনকে আটক করা হয়। পরে আটককৃত সুজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ১৫ দিনের কারাদণ্ড দেন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই ইমাম হোসেনসহ অন্যান্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads