• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০২১

চাটমোহরে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করা হয়েছে। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেষপুর গ্রামের সড়কটি সংস্কার করা হয়। সড়কটির সংস্কারে সার্বিক সহযোগিতা করেছে মহেষপুর পিপিএস ক্লাবের সদস্যরা।

জানা গেছে, ৯০০ মিটার কাঁচা সড়কটি পাকাকরণ বা এইচবিবিকরণের জন্য গ্রামবাসী যুগ যুগ ধরে দাবি করে আসছেন। বিভিন্ন নির্বাচনের সময় চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তবায়ন হয়নি। চাটমোহর-পাবনা মিনি মহাসড়কের পাশের সড়কটি দেখলে মনে হবে এটি ধানের জমি। কখনো সংস্কার করা হয়নি। এতে এ সড়ক ব্যবহারকারীরা বছরের পর বছর ভোগান্তিতে রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষায় কাঁদামাটিতে একাকার সড়কটিতে খানাখন্দকের সৃষ্টি হয়। চলতি মৌসুমের শুরুতে টানা ভারি বর্ষণে সড়কটির অবস্থা আরো বেহাল হয়ে পড়ে। ফলে জরুরি প্রয়োজনে এ সড়কটির সংস্কারে এগিয়ে আসেন স্থানীয় পিপিএস ক্লাবের সদস্যরা ও গ্রামবাসী। সড়কটির সংস্কারে তারা কায়িক শ্রমের পাশাপাশি নিজেদের টাকায় কেনেন ইট, সুরকি ও বালি।

পিপিএস ক্লাবের সভাপতি শাহরিয়ার সাগর জানান, অনেকদিন, অনেকবার চেয়ারম্যান-মেম্বারদের বলা হয়েছে রাস্তাটি পাকাকরণের জন্য কিন্তু কোনো কাজ হয়নি। আমরা নিরুপায় হয়ে মাটির সড়কটির ওপর ইট, সুরকি ও বালু ফেলে চলাচলের কিছুটা উপযোগী করেছি। একাজে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। ক্লাবের উপদেষ্টা শামীম হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য শাওন, জিয়া, সেলিম অগ্রণী ভূমিকা রেখেছে। গ্রামবাসীর সহায়তায় ৬০০ মিটার সড়ক সংস্কার করা হয়েছে।

-

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads