• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মির্জাপুরে পাঁচ মিষ্টির দোকানে জরিমানা

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ আগস্ট ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় খাদ্য পণ্য তৈরি, পরিবেশন, বিক্রি এবং ভারী কার্টুন ব্যবহারের অপরাধে ৫ দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে পৌরসদরের প্রধান বাজারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইসলামিয়া সুইটমিট ও ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার করে ১০ হাজার, পরিতোষ হোটেল ও ঝলক মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার করে ৬ হাজার ও বাসনা সুইটমিটকে ২ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বাংলাদেশের খবরের এই প্রতিবেদককে বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে এসব দোকানে অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি তৈরি, পরিবেশন, বিক্রি, খাবারে ঢাকনা ব্যবহার না করায় জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads