• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
সেতু ভেঙে পড়ার আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সেতু ভেঙে পড়ার আশঙ্কা, আতঙ্কে এলাকাবাসী

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০২১

এলাকাবাসীর অনেক দিনের দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবায়ন হয়েছিলো সেতুটি। কিন্তু গত তিন বছরেই সেতুটির বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে ও মাঝখানে দেবে গেছে। সেতুটিতে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করেন ১৫ গ্রামবাসী। এ সেতুটি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের বৈরান নদীর উপর। এপারে ভাতকুড়া ওপারে দরিচন্দ্রবাড়ী দক্ষিণপাড়া গ্রাম। এলজিইডি ২০১৮ সালে এডিবির অর্থায়নে সেতুটি নির্মাণ হয়। 

আজ বুধবার সরেজমিনে গিয়ে  দেখা যায়, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় গত সোমবার সেতুটি দেবে গেছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। দেবে পড়ার ভয়ে এলাকাবাসী সেতু দিয়ে চলাচল করছে না। সেতুটির উপরে ভারি কিছু উঠলেও নড়াচড়া শুরু হয়। ভেঙে পড়ার আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে। ব্রীজের নিচের গার্ডার ও পাটাতনে ফাটল ধরেছে। রেলিং ভেঙ্গে গেছে।

স্থানীয় বাসিন্দা সমশের আলী ও হালিমুজ্জামান জানান, নদীতে বন্যার পানি আসতে শুরু করেছে। স্রোতে নদীর পাড় ভেঙে ফসলী জমি ও ঘরবাড়ি নিমজ্জিত হয়ে যাচ্ছে। ব্রীজটিতে উঠার সংযোগ সড়কও বিলীন হচ্ছে। এলাকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করাও সমস্যা হয়ে পড়েছে। '

রওশন আরা বেগম জানান, এলাকার প্রভাবশালীরা ড্রেজার দিয়ে সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এমন হয়েছে। গত তিনদিন আগে স্রোতে দুটি পিলার আলগা হয়ে সেতুটি মাঝখানে দেবে যায়।

মহিলা ইউপি সদস্য ফজিলা বেগম জানান, পানি উনয়ন বোর্ড দুই বছর আগে বৈরান নদী খনন করে। খনন করা নদী থেকে অনবরত বালু তোলায় ব্রীজের মাঝখানে দেবে গেছে। এ অবস্থায় যে কোন সময় সেতুটি ভেঙে পড়েতে পারে।

ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, অপরিকল্পিতভাবে বালু তোলায় পিলার আলগা হয়ে সেতু দেবে গেছে। সেতুতে উঠার রাস্তাও ভেঙ্গে গেছে বলে শুনেছি। পরিদর্শন করে যথাযথ ব্যবাস্থা নেওয়া হবে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সামিউল হক জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads