• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

টিকা নিতে রাজি হলেন গোলাবাড়ী গ্রামের আদিবাসী জনগোষ্ঠি

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০২১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা দিতে যেখানে জন সাধারনের উপচেপড়া ভীড় সেখানে বিভিন্ন অপপ্রচার আর গুজবের কারনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক আদিবাসি পুরো গ্রামের মানুষ করোনা ভাইরাস টিকা গ্রহণ করেননি।

স্থানীয়রা জানান- উপজেলা সদরের সংলগ্ন গোলাবাড়ী আদিবাসী গ্রামে প্রায় ৩০টি পরিবারের বসবাস। ঐ গ্রামের বেশির ভাগ মানুসই নিরক্ষর দরিদ্র খেটে খাওয়া মানুষ। বিভিন্ন অপপ্রচার ও গুজবে কারনে কয়েকজন যুবক ছাড়া ভয়ে গ্রামের কোন ব্যক্তিই নেননি কোভিড-১৯ টিকা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঐ এলাকায় ব্যাপক প্রচারনা চালানো হয়েছে। তার পরেও তারা বিষয়টি আমলে নেয়নি। স্থানীয় আদিবাসী মার্সাল যুব উন্নয়ন স্পোটিং ক্লাব নামক এক সংগঠন বিষয়টি জানতে পেরে ঐ গ্রামবাসীকে টিকার আওতায় আনার উদ্যোগ নেন। গ্রামবাসীকে বুঝানোর চেষ্টা করেন এবং শুক্রবার সকালে ঐ যুব সংগঠন গ্রামবাসীকে গ্রামের গীর্জা চত্বরে একত্রিত করে আয়োজন করেন টিকা উদ্বুদ্ধ করন সভা। ঐ সংগঠনের আমন্ত্রনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া কাসেম সাফা উপস্থিত হয়ে টিকার সুফল সম্পর্কে বিভিন্ন ভাবে বুঝানোর পর অবশেষে গ্রামের সকলে টিকা নিতে রাজি হন। এ সময় তিনি স্বাস্থ্য বিধি মেনে চলারও আহ্বান জানান। পরে ঐ সংগঠনের পক্ষ থেকে ঐ গ্রামের প্রায় ১শ জনের টিকা নিবন্ধন করে দেয়।

স্থানীয় গোলাবাড়ী আদিবাসী মার্সাল যুব উন্নয়ন স্পোটিং ক্লাবের অর্থ সম্পাদক আলমগীর মুর্মু জানান- গুজবের কারনে গ্রামের লোকজন ভয়ে টিকা নেননি। তবে এখন তারা টিকা নিতে আগ্রহী হয়েছেন। তাদের ফ্রি টিকা নিবন্ধন করে দেয়া হচ্ছে।

ডা. সাদিয়া কাসেম সেফা জানান- স্থানীয় যুব সংগঠনের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরে উদ্বুদ্ধ করন সভায় গ্রামবাসীকে করোনার টিকার সুফল সর্ম্পকে বুঝানো হলে গ্রামবাসীর ভুল ভেঙ্গে যায় এবং তারা সকলে টিকা নিতে রাজি হয়েছেন। ইতিমধ্যে স্থানীয় একটি সংগঠনের সহায়তায় তাদেও টিকা নিবন্ধন কাজও শুরু হয়েছে। খুব অল্প সময়ে মধ্যে পুরো গ্রামবাসী টিকার আওতায় আসবেন বলে তিনি প্রত্যাশা করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads