• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

হালুয়াঘাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০২১

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার (২৮ আগস্ট) দুপর ২টার দিকে হালুয়াঘাট উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে হালুয়াঘাট উপজেলা মৎস কর্মকর্তা মো:ফরিদুল ইসলাম বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে মো:রেজাউল করিম বলেন, ২৮ আগস্ট থেকে শুরু জাতীয় মৎস্য সপ্তাহ আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলায় মৎস্য সপ্তাহ পালন করা হবে। 

বিশেষ অতিথি বক্তব্যে মো:ফরিদুল ইসলাম বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ২৮ আগস্ট বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। দ্বিতীয় দিন ২৯ আগস্ট হালুয়াঘাট উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে হালুয়াঘাট-ধোবাউরার সংসদ সদস্য মি:জুয়েল আরেং প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন।

উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে হালুয়াঘাট প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads