• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
কুয়াকাটায় ১৫ মামলার আসামি জংলা শাহালম সহযোগীসহ গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুয়াকাটায় ১৫ মামলার আসামি জংলা শাহালম সহযোগীসহ গ্রেপ্তার

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০২১

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন লেম্বুরবন থেকে দল বেঁধে ধর্ষণসহ ১৫ মামলার আসামী শাহালম বাহিনীর প্রধান শাহালম ওরফে জংলা শাহালমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১১টার পর গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ লেম্বুরবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই দল কুয়াকাটায় অভিযান চালিয়ে তার সেকেন্ড ইন কমান্ড ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জাহাঙ্গীরকেও গ্রেপ্তার করে।

মহিপুর থানার ওসি (তদন্ত)জানান, গ্রেফতার শাহালমের বিরুদ্ধে লেম্বুরবনে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ মামলাসহ ১৫টি জিআর ও সিআর মামলা রয়েছে। এর মধ্যে একটি সিআর মামলায় তার বিরুদ্ধে ওয়ান্টে রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক থেকে সমুদ্রে দস্যুতাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া একটি জিআর মামলার পলাতক শাহালমের সেকেন্ড ইন কমান্ড জাহাঙ্গীরের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। আজ (সোমবার) তাকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

২০২০ সালের ৭ ডিসেম্বর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের এক গৃহবধুকে একটি ঘটনার আপোষ-মিমাংশার কথা বলে লেম্বুরবনে নিয়ে শাহালম ও তার সঙ্গীরা তাকে রাতভর দলবেঁধে ধর্ষণ করে। ওই মামলার প্রধান আসামী শাহালম দীর্ঘদিন পলাতক ছিলো। এছাড়া তার বিরুদ্ধে কুয়াকাটায় ভ্রমনে আসা পর্যটকদের হয়রানী, বনাঞ্চলের জায়গা দখল, সাগরে দস্যুতাসহ পটুয়াখালী ও বরগুনা জেলায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তার গ্রেফতারের খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads