• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা, আহত ৫

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা, আহত ৫

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় কলেজ পড়ুয়া ছাত্রকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকালে উপজেলার সনমান্দী ইউনিয়নের খৈতারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার আহত আবু হানিফের পিতা আবু কাউছার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের খৈতারগাঁও গ্রামের আবু কাউছারের সাথে একই এলাকার নুর মোহাম্মদের সাথে মাদক সেবন ও বিক্রয়ে বাধা দেওয়া নিয়ে পূর্বে থেকেই বিরোধ চলছিল। তারই জের ধরে গতকাল রোববার বিকালে নুর মোহাম্মদ ও তার ছেলে জনি, আবু কাইয়ুম রনি, স্ত্রী ঝর্ণা আক্তার, কান্দাপাড়ার ওসমান গনির ছেলে মোহন সিকাদার, কাইয়ুমের স্ত্রী মিহাদ সিকদার সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কাউছারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় কাউছারের কলেজ পড়ুয়া ছেলে আবু হানিফকে হত্যার উদ্দেশ্যে রামদা ও চাপাতি দিয়ে মাথায়, হাতে এলোপাতারিভাবে কুপিয়ে আহত করে। এ সময় আবু হানিফকে বাঁচাতে তার মা ও দাদী, চাচী এগিয়ে আসলে তাদেরকেও লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

অভিযোগকারী আবু কাউছার জানান, হামলাকারীদের মাদক বিক্রি ও সেবনে বাঁধা দেওয়ায় কয়েকবার আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দিয়েছে। হামলাকারীরা মাদক ব্যবসার সাথে জড়িত। পূর্বে তারা মাদকসহ র‍্যাবের হাতে আটক হয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads