• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
১২ সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

১২ সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

  • মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০২১

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, সর্বশেষ সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ১১ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিলো। আমরা আশা করছি ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে আমরা আবারও বসব। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নেয়। তাদের সাথে কথা বলেছি, তারা চেয়েছে অন্তত প্রত্যেক শিক্ষার্থীর যেন প্রথম ডোজ টিকা সম্পন্ন হয়। আমরা তখন বিশ্ববিদ্যালয় খোলার জন্য তারিখ নির্ধারণ করেছিলাম। এখন আবার তাদের সাথে কথা বলব অক্টোবরের মাঝামাঝি খুলে দেয়া যায় কিনা। আর তারা যদি আগেও খুলতে চায় খুলতে পারেন।

আজ শুক্রবার দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রথমে সিদ্ধান্ত হয়েছিলো ১৮ বছরের উপরে যাদের বয়স তাদের করোনা টিকা দেয়া হবে। পবরর্তীতে সরকার ১২ বছরের উপরে যাদের বয়স তাদেরকেও টিকা দেয়ার সিন্ধান্ত নেয়। এখন তাদের বয়স অনুযায়ী ওই ধরনের টিকার ব্যবস্থা করছে সরকার।

দুই দিনের সফরে মন্ত্রী সকালে চাঁদপুরে আসেন। এইদিন তিনি সরকার অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহন করবেন।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads