• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দৌলতদিয়ায় ট্রাকে চাঁদা আদায়কালে ৭ যুবক আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দৌলতদিয়ায় ট্রাকে চাঁদা আদায়কালে ৭ যুবক আটক

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ট্রাকে চাঁদাবাজির সময় ৭ যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

ট্রাকচালক নবীনগর থানার বিটঘর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে মো. রুহুল আমিন বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। 

মঙ্গলবার মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৭-৬৪৭৭ ট্রাকের ড্রাইভার রুহুল হোসেন ও হেলপার আল আমিন সোমবার দিবাগত রাতে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মুরগি বোঝাই মিনি ট্রাক দৌলতদিয়া বরকত সরদার পাড়া সাকিনস্হ বাংলাদেশ হ্যাচারীর সামনে মহাসড়কে পৌঁছে যানজটে আটকা পড়ে।

এই সুযোগেই ওই চাঁদাবাজ চক্র মুরগির ট্রাকের ড্রাইভার এর কাছে ৪ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে বলে এই রাস্তা দিয়ে ট্রাকে করে মুরগি নিতে হলে তাদের প্রতি ট্রিপে ৪ হাজার ৫০০ টাকা করে দিতে হবে। মুরগির ট্রাক ড্রাইভার টাকা দিতে অস্বীকার করলে তারা ড্রাইভার ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। চাঁদাবাজরা যখন তাদেরকে মারধর করছিলো তখন তারা চাঁদাবাজদের হাত থেকে বাঁচার জন্য ডাক চিৎকার করলে স্থানীয় জনতা এসে সাতজন চাঁদাবাজকে আটক করে এবং তিন-চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক ড্রাইভার ও হেলপারের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হাজির হয়ে আটককৃত ৭ জন আসামিকে পুলিশ হেফাজতে নেয়।

আটককৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজীপাড়ার রহমান মন্ডলের ছেলে শুভ মন্ডল (২০), নাসির সর্দার পাড়ার সালাম সরদারের ছেলে জাহিদ সরদার (৩৫), ছাত্তার মেম্বার পাড়ার মোস্তফা সরদারের ছেলে মনিরুল ইসলাম@রনি (২০), দেওয়ানপাড়া সালাম মোল্লার ছেলে সাকিব মোল্লা (২০), মজিদ শেখের পাড়ার শুকুর আলীর ছেলে জাকির হোসেন (৩০), শাহাদাত মেম্বারপাড়া বারেক শেখের ছেলে নান্নু শেখ (৩৫), হোসেন মন্ডল পাড়ার আজগর প্রামানিকের ছেলে সেলিম প্রামানিক (৩৪)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আটককৃত আসামিদেরকে মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads