• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

লামায় নারীদের আর্থ সামাজিক উন্নয়নে সেলাই প্রশিক্ষনের উদ্বোধন

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০২১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৬২ জন মহিলাদের মাঝে এমব্রয়ডারি সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়নের পরিচালনায় প্রশিক্ষণের মাধ্যমে নারীর আর্থ সামাজিক কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচির লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এবং লামা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ট্রেনিং সেন্টারে দিন ব্যাপী এমব্রয়ডারি সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজা রশিদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.জাহেদ উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী শ্যামলী বিশ্বাস।

জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সহকারি প্রশিক্ষক নুর আয়েশা, এমব্রয়ডারি প্রশিক্ষক হালিমা খাতুন, আলিয়া আক্তার(মুন্নি)। যুব উন্নয়ন অধিদপ্তরের এমব্রয়ডারি প্রশিক্ষক, লাভি রানী পাল, শীতা তংচঙ্গা, সাংবাদিক সহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads