• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জে ব্যবসায়ী সেলিম হত্যা মামলার প্রধান আসামি রানা গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে ব্যবসায়ী সেলিম হত্যা মামলার প্রধান আসামি রানা গ্রেপ্তার

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২১

দক্ষিন কেরানীগঞ্জে দিন দুপুরে শতাধিক মানুষের সামনে ব্যবসায়ী সেলিমের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছিল দুর্বৃত্তরা। দীর্ঘ ২ মাস ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১৩ ই আগস্ট রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, সেলিমের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর এলাকায়। পাশের মোল্লারহাট বাজারে, সেই বাজারে সেলিম এর জ্বালানী ডিজেল তেলের দোকান রয়েছে। রানা রায়হান নামে এক গ্রাহকের কাছে সেলিম ডিজেল বিক্রির ১১ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা না দিয়ে রানা আরও তেল বাকিতে নিতে চাইলে দোকানে থাকা সেলিমের ছোট ভাই শরীফ ও বোন জামাই নূর মোহাম্মদ বাকিতে তেল বিক্রিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে গত ৩ জুন দুপুরে রানা রায়হানের নেতৃত্বে আব্বাস আলী, হাতিম মিয়া, রবিউল্ল্যাহ, জাহের আলী, শাহীন, সজিব সহ ১০/১৫ জন লাঠিসোটা নিয়ে দিন দুপুরে মানুষের সামনে শরীফ ও নূর মোহাম্মদের উপর হামলা চালায়। এ সময় বাড়িতে ছিলেন সেলিম। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায় এলোপাতাড়ি মারপিটে তার মাথার খুলি ভেঙ্গে দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দফা মাথায় অস্ত্রোপচার চালায় এবং সেলিম চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যায়। সেলিম এর ছোট ভাই ঢাকা মেডিকেলে ১মাস চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় আসেন।

সেলিমের স্ত্রী আকলিমা বেগম জানান, মাথার অপারেশনের পর খুলির কিছু অংশ ডাক্তাররা তাদের দেন ফ্রিজে রাখার জন্য। ডাক্তাররা জানিয়েছিলেন, অপারেশন সফল হলে ফ্রিজে রাখা খুলির অংশ মাথায় প্রতিস্থাপন করা হবে। কিন্তু সেটি আর হলো না আকলিমার।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল আলম বলেন, ব্যবসায়ী সেলিম হত্যা মামলার পলাতক প্রধান আসামীকে দীর্ঘ প্রচেষ্টায় গত শনিবার রাতে আটক করেছি। এ হত্যা মামলাটি আলোচিত হওয়ায় সার্কেল এ এসপি শাহাবুদ্দিন করির স্যারের সহযোগিতার কঠোর নির্দেশে প্রধান আসামী রানা রায়হানকে আটক করে রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ( সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, সেলিম হত্যা মামলার ১নং আসামী রানা রায়হান (৩৫) কে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল রাতে ঢাকা থেকে আটক করতে সক্ষম হয়েছি।

হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছিল একটি সেলিমের ভাই শরিফ বাদী হয়ে ৭জনকে আসামী করে দক্ষিণ থানায় মামলা করেন এবং সেলিমের স্ত্রী আকলিমা বেগম কোর্টে ১৩ জনকে আসামী করে মামলা করেন। উভয় মামলায় ০১ নং ( প্রধান আসামী) রানা রায়হান গ্রেফতার , জানতে পেরেছি ০৩ নং আসামী হাতেম পলাতক অবস্থায় মারা যায়। দ্রুত বাকী আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads