• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

চাঁদপুরে সিমেন্টবোঝাই কার্গোডুবি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০২১

চাঁদপুরে ৪২০০ বস্তা সিমেন্টসহ একটি মালবাহী কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে মেট্টো সিমেন্টসহ কার্গোটি ডুবে যায়।

এ সময় কার্গো জাহাজে থাকা ৩ জন নদী সাঁতরে পাড়ে উঠে জীবন বাঁচায়। তারা হলেন- সুকানি সুরুজ, শ্রমিক মহিউদ্দিন ও কার্গোর লস্কর আল-আমিন।

কার্গোর লস্কর আল-আমিন বলেন, এমভি নিউ শাহ পরান নামের মালবাহী কার্গো জাহাজটি নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে চাঁদপুরের বাগরাবাজার ডাকাতিয়া নদীতে আসলে রাতে বৃষ্টি শুরু হয়। পরে আমরা সেখানে কার্গোটি নোঙর করে রাখি। রাতভর ভারি বর্ষণে কার্গের ভিতরে পানি ঢুকে পড়ে।

এক পর্যায় কার্গোটি ৪২০০ বস্তা মেট্টো সিমেন্টসহ নদীতে তলিয়ে যায়। যার মূল্য ১৬ লক্ষ টাকা। প্রাণ রক্ষায় আমরা ঝাঁপিয়ে পাড়ে চলে যাই। সিমেন্ট নিয়ে আমাদের যাওয়ার কথা ছিল লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads