• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
কুষ্টিয়ায় নির্মাণাধীন দুর্গা পূজার প্রতিমা ভাংচুর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুষ্টিয়ায় নির্মাণাধীন দুর্গা পূজার প্রতিমা ভাংচুর

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০২১

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে নির্মাণাধীন মণ্ডপে বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় মণ্ডপ কমিটির সদস্যরা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শহরের আড়ুয়াপাড়া রেললাইন সংলগ্ন হেমচন্দ্র লেনস্থ আইকা সংঘ অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল।

মণ্ডপ কমিটির সদস্যরা সকালে এসে দেখতে পান মণ্ডপে থাকা নির্মাণাধীন প্রায় সব কটি প্রতিমার অংশবিশেষ ভাংচুর করা হয়। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ওসি।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, যারা এ প্রতিমা ভাংচুরের সাথে জড়িত। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দেয়া জরুরি। যাতে করে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads