• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সাদা সিংহের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

সাদা সিংহের মৃত্যু

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সিংহ মারা গেছে। সাড়ে চার বছর বয়সের সাদা রঙের সেই সিংহটি কি কারনে মারা গেল তা নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার কোনো এক সময় সিংহটির মৃত্যু হয় বলে ধারনা করা হচ্ছে।   তবে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত সিংহের শরীরের বিভিন্ন অংশ থেকে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।

জানা যায়, দর্শনার্থীদের জন্য বেশ কয়েকটি সিংহ ছাড়া ছিল কোর সাফারির সিংহ বেষ্টনিতে। পরে ওই দিন খাবার দিলে অন্য সব সিংহ খাবারে আসলেও এ সাদা সিংহটি আসেনি। পরে খুঁজলে গাছের নীচে মরদেহ দেখা যায়। মরদেহ ময়নাতদন্ত শেষে সিংহের মরদেহ পার্কের ভিতরেই মাটি চাপা দেওয়া হয়েছে।

একাধিক সূত্র জানায় এ সিংহটি সাফারি পার্কেই জন্ম নিয়েছিল। মা বাবা ধূসর বর্ণের হলেও সিংহ শাবক হয় সাদা রঙের। জিনগত কারনে এমন সাদা রঙের সিংহ শাবকের জন্ম হয়েছিল।

তবে এ ব্যাপারে বহু চেষ্টা করেও পার্কের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে বার বার চেষ্টা করেও কারো সঙ্গে সংযোগ স্থাপন করা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads