• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
‘আ.লীগ প্রার্থী যদি ‘ক’-‘খ’ হয় তবুও তাকে নির্বাচিত করতে হবে’

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

‘আ.লীগ প্রার্থী যদি ‘ক’-‘খ’ হয় তবুও তাকে নির্বাচিত করতে হবে’

  • সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০২১

“বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমান্ড ও স্থানীয় নেতাকর্মীদের পছন্দনীয় ও ঘোষিত দলীয় প্রার্থীর নাম যদি ‘ক’, ‘খ’ ও ‘গ’ হয়  তবুও দলের স্বার্থে দলীয় সকল ভেদাভেদ ভুলে সে ব্যক্তিকেই নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের দলীয় মনোনয় প্রত্যাশী আব্দুল খালেক দুলু।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ ভেলাবাড়ী ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, গত বারের নির্বাচনে প্রার্থী অনেক ছিল কিন্তু দলীয় নির্দেশনায় যুবলীগ নেতা রুবেল উদ্দীনকে দলীয় মনোনয়ন দিয়ে তাকে নির্বাচিত করেছেন। এ বছরও সেভাবেই কাজ করতে হবে। এর বিকল্প কিছু করা যাবে না।

সভাপতি এনামুল করিম পুটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ ছা’দত হোসেন, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ হিমু প্রমুখ। এসময় বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় কুন্দল ভূলে গিয়ে হাইকমান্ডের নির্দেশনায় দলীয় প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম, কৃষকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ছকো, কৃষি বিষয়ক সম্পাদক ছাইফুল ইসলাম দুখু, কুতুবপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি আতাউর রহমান মিঠু, কামালপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও দলীয় মনোনয় প্রত্যাশী আবু বকর সিদ্দিক, আ.লীগ নেতা গোলাম রব্বানী টুকু সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনছার আলী মাস্টার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads