• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোয়ালন্দে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক 

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৫০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। রোববার মামলার এজাহার এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশ।

আটককৃত মাদক ব্যাবসায়ী গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মৃত লোকমান শেখের ছেলে মো. রুস্তম শেখ (৫১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার গোয়ালন্দ ঘাট থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ডিউটিতে ছিলেন এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ফোর্সরা। বিকাল ৪ টা ১০ মিনিটে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, দৌলতদিয়া শাহাদত মেম্বারের পাড়া সখিনস্ত জনৈক বাবু ড্রাইভার এর বাড়ির পশ্চিম পাশে গলির ভিতর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করা হয়।

আসামির পরিহিত লুঙ্গির ডান কোচর হইতে একটি সাদা পলিথিনের ভেতরে প্রতিটি পলিথিন দ্বারা মোড়ানো ৫০ পুরিয়া বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়। এসময় আসামির হেফাজতে থাকা উদ্ধারকৃত ৫০ পুরিয়া হেরোইন যাহার পলিথিনসহ ওজন ৫ গ্রাম জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী ডিবি পুলিশের (ওসি) প্রাণবন্দু চন্দ্র বিশ্বাস জানান, আটককৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে রবিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads