• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০২১

কক্সবাজারে অবস্থারত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। বুধবার রাত সাড় ৮ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেবলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার নাইমুল হক।

তিনি জানান, এশার নামাজের পরে তার অফিসে বসা অবস্থায় ৭/৮ জনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। এর মধ্যে ৫/৬ রাউন্ড গুলি মুহিবুল্লার বুকে লাগে। তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুহিবুল্লাহকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা সবাই রোহিঙ্গা সন্ত্রাসী ছিল। তারা গুলি করার পর পরই ক্যাম্পের ভেতরে চলে যায়।

উল্লেখ্য, ২০১৯ সালে রোহিঙ্গাদের সব চেয়ে বড় সমাবেশে বক্তব্য দেওয়ার পরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সাথে স্বাক্ষাৎ করে আলোচনায় আসেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।

এদিকে লম্বাসিয়া ক্যাম্পে ইস্ট ওয়েস্ট ব্লাকের মাঝির মো: রফিক জানান, খুব কাছ থেকে মুজিবুল্লাহকে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তার বুকে অন্তত ৫ টি গুলি লেগেছে।

তিনি জানান, প্রথমে সন্ত্রাসীরা সালাম দিয়ে রুমে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি করতে থাকে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি থমথমে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads