• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
চোরাই মোটরসাইকেল বিক্রির সময় গ্রেপ্তার ৪

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চোরাই মোটরসাইকেল বিক্রির সময় গ্রেপ্তার ৪

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০২১

চুরি হওয়া মোটরসাইকেল বিক্রির সময় চোর চক্রের সক্রীয় ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আজ শুক্রবার মির্জাপুর থানায় মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার কাজীপুর গ্রামের নয়ন আলীর ছেলে মো. হেলাল উদ্দিন তালুকদার (৪৫), একই জেলার দেলদুয়ার উপজেলার বর্ণী মধ্যপাড়া গ্রামের বিমল সরকারের ছেলে আনন্দ সরকার (৩০), নাগরপুর উপজেলার করটিয়া গ্রামের মৃত রশিক চন্দ্র দাসের ছেলে সুধীর চন্দ্র দাস (৫৬) ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দেলদারপুর গ্রামের আয়নাল মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৪১)। গ্রেপ্তারকৃতদের নামে অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় একটি চোরাই মোটরসাইকেল বিক্রির সময় গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ৩ জন ও তাদের দেয়া তথ্য মোতাবেক আরেকজনকে উপজেলার গোড়াই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে চুরি করা একটি হিরো স্পø্যান্ডার মোটরসাইকেল জব্দ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সজল হক বলেন, গ্রেপ্তারকৃত প্রত্যেকেই পেশাদার অপরাধী। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে গ্রেপ্তারকৃত সুধীর চন্দ্র দাসের নামে ৬টি, মো. শহিদুল ইসলামের নামে ২টি, মো. হেলাল উদ্দিন তালুকদারের নামে ২টি ও আনন্দ সরকারের নামে ১টি মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ৫ দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার দুপুরে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads