• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

  • মোঃ লুৎফর রহমান, হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০২১

ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

আজ শনিবার (২ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য নিশ্চিত করেন।

আজ (শনিবার) ভারতের গান্ধীজির ১৫২ তম জন্মদিন উপলক্ষে তাদের সরকারি ছুটি রয়েছে। তাই হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার (৩ অক্টোবর) সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী জানান, আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত অভ্যন্তরে আটকে থাকা পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads