• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মধ্যরাত থেকে ভোলায় ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

৪ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা পালন করতে রবিবার দুপুর থেকে ভোলা সদর উপজেলার ইলিশা মাছঘাটে তীরে নৌকা ভিড়িয়ে জাল গোছাচ্ছেন জেলেরা।

সারা দেশ

মধ্যরাত থেকে ভোলায় ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০২১

ভোলাসহ উপকূলীয় মেঘনা-তেতুঁলিয়াসহ সাগর মোহনায় ইলিশের প্রজনণ নিশ্চিত করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, পরিবহন, বিক্রিকরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ। এর ফলে আজ রবিবার রাত ১২টা থেকে জেলেদের নদীতে মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে। 

সরেজমিনে রবিবার দুপুরে ভোলার ইলিশা মাছঘাটে গিয়ে দেখা গেছে নদীর তীরে নৌকা ভিড়িয়ে জাল গোছাচ্ছেন জেলেরা। আবার কেউ কেউ নৌকাধোয়া আর কোথাও কোথাও দল বেঁধে জাল বুনছেন জেলেরা। সরকারের দেয়া নিষেধাজ্ঞা মানতে তা প্রস্তুতি নিচ্ছেন। তবে জেলে ও মাছ ব্যবসায়ীরা বলছে, শুধু মা ইলিশ রক্ষা করলেই হবে না। মা ইলিশের পাশাপাশি ইলিশের রেণুপোনা ধ্বংসকারী অবৈধ জাল বন্ধে সরকার কঠোর পদক্ষেপ না নিলে ইলিশ রক্ষার যে অভিযান তা ভেস্তে যাবে। এছাড়া জেলেদের জন্য সরকারের যে চাল তা যেন সঠিক সময়ে প্রকৃত জেলেরা পায়। অন্যথায় জেলেদের পরিবারে দুর্দিন নেমে আসবে। 

কোরার হাট মাছঘাট এলাকার জেলে জুম্মন মাঝি ও রিপন বেপারী জানান, চলতি মৌসুমে শুরু থেকে তারা কোন মাছ পাননি। গত দুই সপ্তাহ ধরে মেঘনা তেঁতুলিয়ায় ইলিশ ধরা পড়তে শুরু করে। বিশেষ করে গত ১০ দিন কিছু মাঝারী আকারের ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। এ অবস্থা মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করায় জেলেরা ক্ষতির মুখে পড়বে বলে জানান তারা। 

মাঝের চর জেলে পাড়ার ইনুছ মাঝি জানান, "গত ১০ দিনে আল্লায় দিলে ভালাই মাছ পাইছি। খাইয়া পইরা ২/৩ টা এনজিও থিকা যে টাকা লোন নিছি তা ভালো ভাবেই শোধ দিতাছিলাম। মাছ ধরা বন্ধ থাকলে কেমনে সংসার চলব আর কেমনে হেগো টাকা শোধ দিমু হেইডা ভাইব্বা পাইনা। এহন এই টাকা শোধ দেওনের লাইগ্যা আবার লোন নিতে অইব"।  

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন জানান, অক্টোবর মাস হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই মাসে পূর্ণিমা আমাবস্যাকে কেন্দ্র করে মা ইলিশ সাগর থেকে নদীতে ডিম ছাড়তে আসে। তাই নির্বিঘ্নে মা ইলিশ যেন নদীতে ডিম ছাড়তে পারে সেই লক্ষ্যে আগামী ২২ দিন মাছ ধরা বিক্রি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ভঙ্গ কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল এস,এম, আজহারুল ইসলাম জানান, ভোলায় নিবন্ধিত জেলে রয়েছে এক লাখ ৪৬ হাজার ৯৩১ জন। এর মধ্যে ১ লক্ষ ৩২ হাজার জেলেকে অভিযান চলাকালীন খাদ্য সহায়তা দেবে মৎস্য বিভাগ। আগামী এক সপ্তাহের মধ্যে এ খাদ্য সহায়তা জেলেদের মাঝে বিতরণ করা শুরু হবে বলে জানান তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads