• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সোনারগাঁয়ে মসজিদের জমি দখলমুক্ত করতে ইউএনও কাছে স্মারকলিপি

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় মীরেরবাগ জামে মসজিদ ও ঈদগাহ’য়ের ক্রয়কৃত জমি উদ্ধারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। পরে তারা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

এলাকাবাসী জানান, মীরেরবাগ গ্রামের হানিফ মিয়া ও বাবুল মিয়ার পেত্তিক সম্পতি থেকে মসজিদ কমিটি গত ছয় মাস আগে মসজিদ নির্মানের জমি ক্রয় করেন। সম্প্রতি ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ব্যবসায়ী পলাশ মিয়া ও পারভেজ আপন দুই ভাই মসজিদের ক্রয় করা জমি তাদের নিজেদের দাবী করে বাশঁ ও কাঠ দিয়ে সীমানা প্রাচীর দেওয়ার চেষ্টা করে। এসময় মসজিদ কমিটির লোকজন বাধা দিলে তাদের হামলা মামলা ও প্রাননাশের হুমকি দেওয়া হয় তারা।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আয়নাল হক বলেন, বাচ্চু মিয়ার ছেলে পলাশ ও পারভেজ দীর্ঘদিন ধরে মসজিদের জমিটি নিয়ে এলাকাবাসীদের হয়রানি করছে। ইতোমধ্যে একাধিক বার সামাজিক ভাবে মিমাংসা করার কথা থাকলেও তারা উপস্থিত হয়নি।

মীরেরবাগ মসজিদ কমিটির সভাপতি বিল্লাল হোসেন বলেন, কেউ যদি মসজিদ ও ঈদগাহ’র জমি তাদের সম্পত্তি আছে বলে দাবি করলে তাদের সঠিক কাগজপত্র দেখাতে পারলে সম্পত্তি নিয়ে নিবে এতে মসজিদ কমিটির কোন আপত্তি থাকবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে স্মারকলিপি নেওয়া হয়েছে। মসজিদের জমি দখলকারীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads