• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

সারা দেশ

নৌকার চেয়ারম্যান প্রার্থী হলেন তারেক হাসান

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০২১

২০১৬ সালের ইউপি নির্বাচনে ধানের শীষের এজেন্ট হিসেবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করলেও আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হয়েছে মোঃ তারেক হাসান।

জানা গেছে, জেলার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী তারেক হাসান ২০১৬ সালের ইউপি নির্বাচনে ধানের শীষের প্রার্থী এ্যাড: মো: আলেক মিয়ার পক্ষে কাজ করেন এবং নির্বাচনি এজেন্ট হিসেবে ৩ নং বড়হাতকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন। এবং তার স্ত্রী লিপি আ্ক্তার ও একই কেন্দ্রে ধানের শীষের এজেন্ট হিসেবে কাজ করেছে। স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতাদের মন জয় করে রাতারাতি ভাগিয়ে নিয়েছে ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ।

এর পর থেকেই বিভিন্ন সময়ে তার বিতর্কিত কর্মকান্ডের জন্য আলোচনায় এসেছেন বারবার। আসন্ন ধামশ্বর ইউপি নির্বাচনে তিনিই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে শুভেচ্ছা পোষ্টার ছাপিয়ে সমর্থন চেয়েছেন।

এব্যাপারে মোঃ তারেক হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শহীদ পরিবারের লোক। আমার পুরো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি কখনও ধানের শীষের এজেন্ট ছিলাম না।আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। আমি বর্তমানে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছি।

এ ব্যাপারে ২০১৬ সালের নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী এ্যাড: ইদ্রিস আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তারেক হাসান ২০১৬ সালের নির্বাচনে নৌকার বিপক্ষে গিয়ে ধানের শীষের এজেন্ট হিসেবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছে। ৩ নং বড়হাতকোড়া কেন্দ্রে তিনি পুরুষ কেন্দ্রে এবং তার স্ত্রী লিপি মহিলা কেন্দ্রে কাজ করেছে।

এ প্রসঙ্গে ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তারেক ২০১৬ সালের নির্বাচনে সরাসরি নৌকা মার্কার বিপক্ষে কাজ করেছে। তিনি এবং তার স্ত্রী ধানের শীষের পক্ষে এজেন্ট হিসেবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছে। পরে আমাদের কিছু নেতাদের ম্যানেজ করে রাতারাতি ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ ভাগিয়ে নিয়েছে। এখন তিনি নিজেই নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হয়েছে।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের দূর সময়ে নিবেদিত কর্মী হিসেবে কাজ করেছে তাদেরকেই মনোয়ন দেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads