• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ঝালকাঠিতে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঝালকাঠিতে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

  • ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০২১

ঝালকাঠি শহরে জেলা বিএনপির পৃথক দু’টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় শহরের ইউসুফ কমিশনার সড়ক ও আমতলা সড়কে অবস্থিত বিএনপির দু’টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ১৫-২০টি মটর সাইকেলযোগে জয় বাংলা শ্লোগান দিয়ে শহরের ইউসুফ কমিশনার সড়ক ও আমতলা সড়কে অবস্থিত বিএনপির দু’টি কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং সাইনবোর্ড ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার বলেন, ঝালকাঠিতে বিএনপির দলীয় কার্যালয় কোথায় তা আমরা জানিনা। আর এ ঘটনায় আওয়ামী লীগ বা আমাদের অংঙ্গ ও সহযোগী কোনো সংগঠন জড়িত নয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে খোজ খবর নেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads