• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শ্রীমঙ্গলে উপ-নির্বাচনে ভানুলাল রায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

  • আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০২১

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ভানুলাল রায়। 

শ্রীমঙ্গল নির্বাচন অফিস সুত্র জানায়,  ভানুলাল রায় মোট পেয়েছেন ৫৮ হাজার ৩০৫ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ৩৩ হাজার ২৮৩ ভোট পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মো. আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪৪৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রব লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৪টি ভোট। 

প্রসঙ্গত গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলার উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হয়।

নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এছাড়াও তিনি ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পর পর দু'বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads