• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
 সেই বৃদ্ধ মজিদের চিকিৎসার দায়িত্ব নিলেন আকরাম হোসেন বাদশা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ

সেই বৃদ্ধ মজিদের চিকিৎসার দায়িত্ব নিলেন আকরাম হোসেন বাদশা

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০২১

পায়ে পচন ধরা সেই অসহায় বৃদ্ধ আবদুল মজিদের চিকিৎসার দায়িত্ব নিলেন যুক্তরাষ্ট্র ফেরত ব্যবসায়ি আকরাম হোসেন বাদশা। পায়ে পোকা আর পচন ধরে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে মজিদ এমন খবর গণমাধ্যমে প্রকাশ পেলে তিনি সেই বৃদ্ধ আবদুল মজিদের বাড়িতে ছুটে যান। পরে তার যাবতীয় খোঁজ খবর নেন। এ সময় অসহায় বৃদ্ধের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন। আগামীতে যাবতীয় চিকিৎসা খরচ বহনের আশ্বাস দেন পরিবারটিকে।

ব্যবসায়ি আকরাম হোসেন বাদশা গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের দমদমা গ্রামের মৃত ইসমাইল হোসেন বাগমারের ছেলে। তিনি কোনো অসহায়ের দুস্থের খোঁজ পেলেই ছুটে যান সাহায্যের হাত বাড়িয়ে দেন। 

স্থানীয় প্রতিবেশীরা জানান, পনের বছর আগে এ গ্রামে একটু জমি কিনে একটি টিনের ঘর তৈরি করে বসবাস করছেন আবদুল মজিদ। তিনি এক সময় পোশাক কারখানার কেমিক্যাল মিশ্রিত পানিতে কাজ করতেন। অসুস্থ হলে চাকরি ছেড়ে দেন। পরে বাড়িতে বসবাস করেন।  কিছু দিন যেতেই হাতে পায়ের চামড়া উঠতে শুরু করে। পরে বিভিন্ন ওষুধ খেলেও কোনো উপকারে আসেনি। কিছু দিন পর পায়ে বড় বড় ঘাঁ দেখা দেয়। আর কিছু দিন যেতেই পচন ধরে সে পায়ে পোকা ধরে ফেলে। এখন পচন আর পোকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন এক বেলা ওষুধ খাওয়ার স্বামর্থ নাই এ পরিবারটির। এমন অসহায় মানুষের খবর পেয়ে আকরাম হোসেন বাদশা নামে এক ব্যবসায়ি সহায়তার হাত বাড়িয়ে দেন অসহায় বৃদ্ধ মজিদের প্রতি। এ মানবতার  উত্তম দুষ্টান্ত। সে ব্যবসায়ি নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এর পর যাবতীয় চিকিৎসা বহনের ভার নেন এ দানশীল মানুষটি। এ সময় আশ পাশের অনেকের খোঁজ নেন আকরাম হোসেন বাদশা।

অসুস্থ আবদুল মজিদ জানান, আল্লাহর রহমত ওনি ( আকরাম হোসেন বাদশা) আমার খুপড়ি ঘরে আসছেন। হাসপাতালে নিয়া চিকিৎসা করাবেন বলেও আশ্বাস দিছেন। ওনার উসিলাতে যদি আল্লাহ আমাকে সুস্থ করেন। আল্লাহ ওনার নেক হায়াত দান করুক।

মজিদের স্বজন আনোয়ার হোসেন জানান, আকরাম হোসেন বাদশা নগদ টাকা সহায়তাসহ যাবতীয় চিকিৎসা করানোর দায়িত্ব নিছেন। তাৎক্ষণিক চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। রোববার জেলা হাসপাতালে নিতে বলেছেন। যত ওষুধপাতি অপারেশনসহ টাকা পয়সা লাগবে সে সব বহনের দায়িত্ব নিয়েছেন ব্যবসায়ি আকরাম হোসেন বাদশা।

মানবাধিকার কর্মী সাঈদ চৌধুরি বলেন মানুষকে মানুষের পাশেই দাঁড়াতে হবে। বিত্তবানেরা অসহায়ের পাশে যত বেশি দাঁড়াবে পৃথিবীতে মানবতার তত জয় হবে। মানবতার উদাহরণ হিসাবে আকরাম হোসেন বাদশা অনেকের আদর্শ হতে পারেন।

ব্যবসায়ি আকরাম হোসেন বাদশা জানান, বৃদ্ধ আবদুল মজিদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাঁর জন্য দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার। মানুষ হিসাবে মানবতা নিশ্চিত করতে অসহায়ের পাশে কাউকে না কাউকে দাঁড়াতেই হবে। তিনি বলেন বৃদ্ধ আবদুল মজিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।  আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে সবার সঙ্গে ঘুরে বেড়াবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads