• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
ময়মনসিংহে পুলিশের জালে ২৮ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি

প্রতীকী ছবি

সারা দেশ

ময়মনসিংহে পুলিশের জালে ২৮ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০২১

২৮ বছর ধরে পলাতক চার বছরের সাজাপ্রাপ্ত আসামি আমীর উদ্দিনকে (৬২) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

কুষ্টিয়া বিদ্যাগঞ্জ বিট এলাকার বাসিন্দাদের সহায়তায় রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পলাতক আসামি আমীর উদ্দিন কোতোয়ালী থানাধীন কুষ্টিয়া বিদ্যাগঞ্জ মাটিয়ানতলা এলাকার মরহুম হাসেম দেওয়ানের ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের জেলা পুলিশ সুপার এসপি আহমার উজ্জামান স্যারের দিক নির্দেশনায় পরিচালিত বিট পুলিশিং কার্যক্রমের ফলে পুলিশকে নিয়ে জনগনের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। সাধারণ জনগণ পলিশকে বন্ধু ভাবতে শুরু করেছে। জনসাধারণ নিজ নিজ বিট এলাকার মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, বাল্য বিবাহ, ইভটিজিং, জুয়া সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে সার্বিক ভূমিকা পালনসহ পুলিশকে সার্বিক সহযোগিতা করে আসছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads