• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

মন্দিরে হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ৪

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে একাধিক মন্দিরে হামলার ঘটনায় সাধারণ জনতা ও পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিন যুবক ও এক কিশোর নিহত হয়েছে। এর মধ্যে ৩জন বুধবার রাতে ও ১জন বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া (ত্রিনয়নী), দি বিবেকানন্দ বিদ্যাপীঠ মন্দির, পৌর মহাশ্মশান, জমিদার বাড়ীসহ কয়েকটি পূজা মন্ডপে ই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাইলস মিস্ত্রী চাপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর বাগডাঙা এলাকার সামছুর ছেলে বাবলু (৩৫), হাজীগঞ্জ পৌর এলাকার ১১নং ওয়ার্ড রান্ধুনী মুড়ার শুকু কমিশনার বাড়ীর তাজুল ইসলামের ছেলে আল আমিন (১৮) ও একই ওয়ার্ডের সেকান্দর বেপারী বাড়ীর মো. ফজলুর ছেরে হৃদয় (১৪)। এ ছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজে পৌরসভাধীন রান্ধুনীমুড়ার বাচ্চুর ছেলে গ্রামের শামীম (১৯)।

মৃত্যুর বিষয়টি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার সুলতান মাহমুদ নিশ্চিত করেন।

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, এশার নামাজের পর আনুমানিক সাড়ে ৮টার দিকে জনতা মিছিল নিয়ে লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া ও পাশবর্তী আশ্রমে হামলা করে। এ সময় পুলিশ এগিয়ে আসলে তাদের উপরও হামলা ও পুলিশের একটি গাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি নিক্ষেপ করে। এ সময় পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ প্রায় ৩৫জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত বাবলু, আল-আমিন, হৃদয় ও শামীমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারনুর রশিদ বলেন, দলবদ্ধ জনতার হামলায় পুলিশসহ প্রায় ৩০/৩৫জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বলেন, এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি। আমরা আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছি।

এ দিকে এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য হাজীগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন।

বিকেলে হাজীগঞ্জের ভাংচুরকৃত কয়েকটি মন্দির পরিদর্শন করেন চট্রগ্রামের বিভাগীয় পুলিশ কমিশনার মো. আবুল কালাম সিদ্দিকী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads